মানুষের প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি দ্বারা অনুমোদিত হয় তাহলে তাকে অভাব বলা হয় । সকল মানুষের প্রয়োজন প্রায় একই হলেও অভাবের মাঝে ভিন্নতা লক্ষ্য করা যায়।যেমন বাংলাদেশীদের অভাব হল মাছ ভাত কিন্তু আমেরিকান বা চিনদেশীয় দের অভাব হল ফাস্টফুড। অন্যদিকে চাহিদা বলতে বোঝায় কোন কিছু পাওয়ার অকাঙ্কা , কাঙ্কিত পণ্য বা সেবা কেনার সামর্থ এবং অর্থ ব্যয়ের ইচ্ছা এ তিনটি বিষয়ের সমষ্টি। এদের মাঝে একটিও যদি না থাকে তাহলে তাকে চাহিদা বলা যাবে না। যেমন আপনার মটরসাইকেল কেনার আকাঙ্কা আছে , সামর্থ আছে কিন্তূ আপনার ইচ্ছা নেই বা আপনার সামর্থ নেই কিন্তু আকাঙ্কা ও ইচ্ছা আছে তাহলে এটাকে চাহিদা বলা যাবে না।আশা করি দুটোর মাঝে বেসিক পার্থক্য বোঝতে পেরেছেন।