Wi - Fi হলো স্বল্পপাল্লার প্রযুক্তি যা প্রধানত বাড়ির অভ্যন্তরে সীমিত পরিসরে ব্যবহার করা হয়। আর অন্যদিকে Wi-MAX দীর্ঘপাল্লার প্রযুক্তি যা বহুদুর পর্যন্ত ওয়্যারলেস ব্রডব্যান্ড সরবরাহ করে থাকে। Wi - Fi পন্যগুলো WLAN তৈরির কাজে ব্যবহুত হয় আর ওয়াই-ম্যাক্স পণ্যগুলো WMAN তৈরিতে ব্যবহৃত হয়।