কোন কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে হবার অনুভতিকেই বলে প্রয়োজন যেমন তৃষ্ণা পেলে পানীয় থেকে বঞ্চিত মনে হয় এথানে কেও শুধু এক গ্লাস বিশুদ্ধ পানি পান করতে পারে আবার কেও পান করেত পারে শরবত অন্যদিকে অভাব বলতে ভোক্তার প্রয়োজন টা সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা অনুমোদিত হওয়াকে বোঝায় ।মানুষের প্রয়োজন প্রায় একই কিন্তু অভাবের ভিন্নতা থাকে ।একেক দেশের মানুষের অভাব ভিন্ন আবার ধর্ম বর্ন গোত্র সমাজ বেধেও অভাবের পার্থক্য লক্ষ্য করা যায়।যেমন বাংলাদেশি মানুষের অভাব হল মাছ ভাত কিন্তু আমেরিকার মানুষের অভাব হতে পারে ফাস্টফুড।