আমি মনে করি যে স্মরণ শক্তি বৃদ্ধিতে কল্পনা শক্তির বিরাট ভূমিকা রয়েছে। অর্থাৎ আপনি যদি প্রতিদিন অল্প সময় ধরে নিজকে কল্পনার জগতে রাখেন এবং তার অনুশীলন করেন তবে-ই আপনার স্মৃতি শক্তি প্রখর হবে এবং মেধা শক্তির বিকাশ ঘটবে। আমার কেন মনে হয় যে কল্পনা শক্তি মানুষের স্মৃতি শক্তি ও মেধা শক্তি বাড়ায়? কারণ আমরা যখন কোন কিছু কল্পনার চিন্তা-ভাবনা করি তখন কিছু জিনিস নির্ণয় করতে হয়। ফলে সেখানে যথেষ্ট মেধার প্রয়োজন পড়ে। যেমনঃ নির্দিষ্ট বিষয় নির্বাচন, সে বিষয়ে কাহিনী সৃষ্টিকরণ, কাহিনীতে যুক্তিকতা স্থাপন, প্রয়োজন ও অপ্রয়োজন নির্ধারণ, সম্ভব ও অসম্ভব চিহ্নতকরণ ইত্যাদি ইত্যাদি। আর প্রত্যেকটা প্রসেস-এ মেধার অনুশীলন হয়। আর এখানে ভুল থেকে নিজেকে ধীরে ধীরে শোধরানোর বিষয়টিও থাকে। আর কল্পনায় যেহেতু গল্পের উপস্থিতি রয়েছে সেহেতু স্মৃতি সংরক্ষণ ও সহজ হয় ফলে স্মৃতির সংরক্ষণের বিষয়টি অনুশীলনে থাকে। যার ফলে স্মৃতি শক্তি প্রখর হয়। কথায় বলে, অনুশীলন মানুষকে সঠিকভাবে গড়ে তুলে। বিষয়টি অন্যভাবেও ব্যাখ্যা করা যায়। যেমনঃ আমরা জানি যে, (কেউ মানি বা না মানি) সত্যি বলতে সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের একটু মেধা শক্তি বেশি-ই থাকে। (বিঃদ্রঃ তুলনামূলকভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন বিষয়টি। তাছাড়া এতে বিজ্ঞানের ব্যাখ্যাও রয়েছে। মনে রাখবেন, কাউকে ছোট করার উদ্দেশ্য আমার নেই) মেধা শক্তি বেশি থাকার কারণ হলো বেশিরভাগ ছেলেরা মেয়েদের তুলনায় বেশি কল্পনাপ্রবণ হয়ে থাকে। (তথ্যসূত্রঃ শারীরিক শিক্ষা বইতে বয়ঃসন্ধিকাল অধ্যায় )। অর্থাৎ কোন ছেলে একাকী চুপচাপ বসে থাকতে পারে না। সে কিছু না কিছু কল্পনা করবেই করবে। কিন্তু মেয়েরা একাকী কল্পনাহীন চুপচাপ বসে থাকতে পারে। যার ফলে তুলনামূলকভাবে ছেলেদের মেধা ও স্মৃতি শক্তি বেশি-ই থাকে। সুতরাং বুঝা যাচ্ছে যে মেধা ও স্মৃতি শক্তি বিকাশে কল্পনার বিরাট ভূমিকা আছে। আর এ জন্যই মনে আমার মনে হয় যে মেধা ও স্মৃতি শক্তি বিকাশের সুন্দর উপায় হলো কল্পনা করা। ধন্যবাদ।✔✔✔❓ বিঃদ্রঃ এটি আমার নিজস্ব অভিমত। কারো দ্বিমত থাকলে ডাউনভোট (অসম্মত ভোট) না দিয়ে যথাযথ যুক্তি ও কারণ উপস্থাপনেরসহিত মন্তব্য করুন। আবারো ধন্যবাদ।