টেলিটক এমবি চেক করা খুবই সহজ।টেলিটক বাংলাদেশের সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান। তাই তারা গ্রাহকের সেবা দেওয়া ক্ষেত্রে অনেক সুবিধা দিয়ে থাকে।টেলিটক সিমে এমবি চেক করার জন্য আলাদা কোন কোড তারা রাখেনি। অর্থাৎ আপনি ব্যালেন্স চেক করার সময় যে কোড ডায়াল করবেন সে কোড ডায়াল করলে ব্যালেন্সের সাথে সাথে আপনার এমবিও দেখা যাবে। আর এই ব্যালেন্স দেখার কোড হচ্ছে *১৫২#
ব্যাক্তিগত ভাবে আমার এই সিস্টেমটি ভালো লাগে।কারণ এতে করে আলাদা করে কোড মনে রাখতে হয় না। এক কোডেই সব কিছুর ব্যালেন্স দেখা হয়ে যায়। কোড ছাড়াও আপনি টেলিটক অ্যাপের মাধ্যমে এমবি চেক করতে পারবেন।এই টেলিটক অ্যাপ প্লেস্টোরে পেয়ে যাবেন। কোন প্রকার কোড মনে রাখার ঝামেলা থেকে বাঁচতে চাই অ্যাপ ব্যবহার করতে পারেন।