2,419 বার প্রদর্শিত
"অন্যান্য" বিভাগে করেছেন
আমার বয়স ২১ বছর। কোনদিন কোন গার্লফ্রেন্ড ছিল না। কোনদিন কারো সাথে সেক্স করিনি। কিন্তু আমি ইদানিং তীব্র যৌন উত্তেজনায় ভুগছি। সবসময় সেক্সের চিন্তা ভাবনা ঘুরে আমার মাথায়।এখন আমি দৌলতদিয়া পতিতালয়ে যাওয়ার চিন্তা করছি। এটি কি ঠিক হবে? 

3 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 2
ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন।

আশা করি উত্তরটাতে সন্তুষ্ট হবেন।

প্রথমেই বলি এমন জগন্য কাজ করার চিন্তাও মাথায় আনবেন না তাওবা করেন।
আল্লাহ খুশি হবে।
পতিতালয় মুসলমানদের জন্য নয়
আপনি প্রাপ্ত বয়ষ্ক হয়েছেন তো চুখ বোঝে বিয়ে করার কথা ভাবুন 

এর চেয়ে হালাল, পবিত্র,বরকত আর রহমতের কাজ আপনার এই অবস্থায় আর হতে পারে না।
আল্লাহ তায়ালা পরকিয়া পতিতা হারাম করেছেন।
মুসলমানদের এর সাথে কোন সম্পর্ক নাই ।
আপনার পরিবার কে বোঝিয়ে বলুন বিয়ে করিয়ে দিক।
কিন্তু আপনি এরখম কাজ কখনোই করতে পারেন না।
আল্লাহ আপনাকে সহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।

আমিন
0 টি ভোট
করেছেন Level 2

ভাই আপনার প্রশ্নটিই পড়লাম এবং এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যে চিন্তাটি করেছেন এই চিন্তার জন্য অবশ্যই আপনার ক্ষমা প্রার্থনা করা উচিত সৃষ্টিকর্তার কাছে।  আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হচ্ছে অবশ্যই আপনি এই মুহূর্তে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে বিয়ে করার সিদ্ধান্ত নিন।  এমনকি আপনার পরিবার যদি আপনার এবিষয়ে রাজি না থাকে, তাহলে আপনি অবাধ্য হয়ে একাজটি সম্পন্ন করতে পারেন। যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন। তবে এ কাজটি অবশ্যই পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে।

আপনি যেই জায়গায় যেতে চেয়েছেন সে জায়গায় গেলে আপনার অবশ্যই ধর্মের উপর আঘাত আসবে। এবং এমনও হতে পারে আপনি  আপনার ধর্মের বাহিরে চলে যেতে পারেন। তবে এই বিষয়ে আমি যথাযথ জ্ঞান রাখি না। 

করেছেন
+1
আমারতো এখনও বিয়ে করার সামর্থ্য নেই।
0 টি ভোট
করেছেন

বেশি বেশি করে নফল নামাজ পড়ুন এবং দোয়া ইস্তেগফার পড়ুন। 

করেছেন Level 2

ভাই আপনার এমন অনুভূতি আসার মানে হচ্ছে আপনি একজন মানুষ হিসেবে সামর্থ্যবান হয়েছেন।  এখন আপনাকে এমন কাউকে খুঁজে বের করতে হবে। যে আপনার শর্তের সাথে একমত থাকবে। এবং এটা চিরস্থায়ী একটা পার্টনারশিপ হতে হবে। যেটা মৃত্যু পর্যন্ত বজায় থাকবে। 


হালাল ভাবে যখন সুবিধা রয়েছে তাহলে হারাম পদ্ধতিতে কেন যাবেন?


সময় নিয়ে এমন কোন বন্ধু বা আত্মীয়ের ভিতর থেকে কাউকে খুঁজে নেন। যে সহজ শর্তে আপনার জীবনসঙ্গী হতে প্রস্তুত।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
27 মার্চ 2020 "মতামত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
1 উত্তর
1 উত্তর
10 মার্চ "নিত্যনতুন সমস্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...