প্যানডেমিক বা পৃথিবীব্যাপি মহামারি:
যখন কোনও রোগ সারা বিশ্বে মহামারির আকার ধারণ করে তখন তাকে বলে প্যানডেমিক বা পৃথিবাব্যাপি বা বিশ্বব্যাপী মহামারি, অর্থাৎ যখন কোনও একটি রোগ গোটা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই এটিকে প্যানডেমিক মহামারি হিসেবে বিবেচনা করা হয়। যেমন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি করোনা ভাইরাসকে প্যানডেমিক হিসেবে ঘোষণা করেছে।
এপিডেমিক বা মহামারি:
যখন কোনও মারণ রোগ একই সময়ে বিস্তীর্ণ এলাকা ধরে (এক বা একাধিক দেশের) বিভিন্ন কমিউনিটিতে দ্রুত ছড়িয়ে পড়ে তখন তাকে এপিডেমিক বা মহামারি বলে। যেমন: কলেরা।