হ্যা, টিপস দিতে পারবো। ব্যাকলিংক তৈরি করার জন্য একটু পরিশ্রম করতে হবে। কয়েক ধরণের ব্যাকলিংক তৈরি করতে পারেন-
-
প্রফাইল ব্যাকলিংক- একাউন্ট খুলবেন আর তথ্য আর, ওয়েব এড্রেস দেবেন
-
ফোরাম ব্যাকলিংক- সিগনেচার নামে একটি অপশন থাকে, সেখানে লিংক দিয়ে রাখবেন
-
গেস্ট পোস্টিং- গেস্ট পোস্ট করবেন আর শেষে তথ্যসূত্র হিসেবে আপনার ব্লগের লিংক দিয়ে দেবেন
-
ব্লগ কমেন্টিং
-
প্রশ্নোত্তরের সাইটে ভালো মাণের উত্তর দেয়া ইত্যাদি
ইনফোগ্রাফিক তৈরি, অন্যকে ফ্রিতে লিংক দেয়া, রিসোর্স শেয়ার, পিডিএফ, প্রেস রিলিজ ইত্য্যাদি বড় বড় পদ্ধতিও আছে। যাই হোক ঐ পাচ প্রকারের সাইটের তালিকা সার্চ দিলেই পাবেন। আপনাকে বরং বাংলা গেস্ট পোস্টের কয়েকটি সাইটের লিস্ট দেই-
-
সামহোয়ার ইন ব্লগ
-
টেকটিউনস
-
লেখক ডট মি
-
লেখাপড়াবিডি
-
প্রজন্ম ফোরাম ইত্যাদি
এগুলোতে মৌলিক কিছু লেখা লিখলেই প্রকাশ হবে। আর অন্য যেকোন ব্লগে ভালো পোস্ট করলে(৫০০/১০০০+ শব্দে এস ই ও অপটিমাইজড পোস্টের জন্য) তারা আপনাকে গেস্ট পোস্টের সুযোগ দেবে।