চমৎকার প্রশ্ন করেছেন। ফজিলতের এই দিনের জন্য হাদীসে অনেক আমলের কথা বলা আছে। যেমনঃ
১. জুমা’র দিন গোসল করা। যাদের ওপর জুমা ফরজ তাদের জন্য এ দিনে গোসল করাকে রাসূল (সা) ওয়াজিব করেছেন।
২. পরিচ্ছন্নতার অংশহিসেবে সেদিন নখ ও চুলকাটা একটি ভালো কাজ।
৩. জুমা’র নামাজের জন্য সুগন্ধি ব্যবহার করা। (বুখারি)
৪. মিস্ওয়াক করা। (ইবনে মাজাহ)
৫. গায়ে তেল ব্যবহার করা। (বুখারি)
৬. উত্তম পোশাক পরিধান করে জুমা আদায় করা। (ইবনে মাজাহ)
৭. মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা। (তিরমিজি)
৮. পায়ে হেঁটে মসজিদে যাওয়া। (আবু দাউদ)
৯. জুমা’র দিন ও রাতে বেশি বেশি দরুদ শরিফ পাঠ। (আবু দাউদ: ১০৪৭)
১০. এ দিন বেশি বেশি দোয়া করা। (বুখারি)
১১. মুসুল্লীদের ফাঁক করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া। (বুখারি)
১২. জুমা’র দিন সূরা কাহাফ পড়া। পাঠকারীর জন্য আল্লাহ তায়ালা দুই জুমা’র মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন।