অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্টে বলা আছে ব্যক্তি , সামাজিক অথবা রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় , ধর্মীয় প্রতিষ্ঠান , হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান , ক্রীড়া- চক্র, নাট্য সংঘ ও বিভিন্ন NGO হল অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদাহারন।এই দৃষ্টিতে শুধু রাজউক উত্তরা মডেল কলেজ নয় উপরে উল্লেখিত সকল প্রকার প্রতিষ্ঠানেই অব্যবসায়ী প্রতিষ্ঠান।তবে অবশ্যই মুনাফা অর্জন করে থাকে এবং সদস্যরা তা ভোগ করে।