218 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 5
আমার জানা মতে আল্লাহ হাশরের ময়দানে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন।অনেকে বলে মৃত্যুর সাথে সাথে ও জান্নাতে যাওয়া যায়।এটা কী সত্যি?

1 উত্তর

–1 টি ভোট
করেছেন Level 7
আল্লাহ তায়ালা অবশ্যই জানেন যে কে জান্নাতি আর কে জাহান্নামি। আল্লাহ তায়ালা যদি আপনাকে কবরে থাকাকালীন সময়েই জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে দেয় তাহলে আপনার সমস্যা কি। তিনি আসল জান্নাতে পাঠাবেন তো হাশর মাঠের পরেই।আপনাকে কবরে শুয়ানোর পরে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে যদি এর সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার কবরটাকে আপনার দূষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত প্রশস্ত করে দিবেন আর আপনার নিচে জান্নাতের বিচানা করে দিবেন আর জান্নাত থেকে আপনার কাছ পর্যন্ত একটা রাস্তা করা হবে যেখান দিয়ে আপনি জান্নাতের বাতাস বইতে থাকবে তথা সকল নেয়ামত ভোগ করতে পারবেন ।তাহলে মুমীন মুসলমানদের জন্য এটা তো মৃত্যুর পর জান্নাতে যাওয়ার মতোই , তাই না।
করেছেন Level 7
আমি এই উত্তরে ডাউনভোট কেন পেলাম। এক জনকে অন্যায়ভাবে বা অযৌক্তিক ভাবে ডাউনভোট দেয়া ঠিক না ।
করেছেন Level 7
ডাউনভোট উঠিয়ে নেয়ায় মানে মুছে ফেলায় খুশি হলাম।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
0 টি উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...