135 বার প্রদর্শিত
"পড়াশোনা" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 7
সাধারন ভাবে বলা হয় যে উৎপাদনের পরপরেই বিপণন কার্য শুরু হয়।কিন্তু উৎপাদনের আগেও এর অস্থিত্ত লক্ষ্য করা যায়।বিপণনের উপাদান গুলোর মাঝে পরিবহন নামক উপাদানটির অস্থিত্ত উৎপাদনের আগেও দেখা যায়।কেননা উৎপাদন করতে হলে অবশ্যই কাচাঁমাল আমদানি বা ক্রয় বা সরবরাহ করতে হয় যা পরিবহন ছাড়া সম্ভব নয়।সাধারন দৃষ্টিতে বিপণন বলতে শুধু বিক্রয় কাজকেই বোঝায় কিন্তু এটি ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরন প্রমিতকরন পর্যায়িতকরন বিজ্ঞাপন অর্থসংস্থান ও বিক্রয় পরবর্তী কিছু কার্যাবলির সমন্বয় কে বোঝায়। অতএব উৎপাদনের আগে পরিবহন করতে হয় তাই বলা যায় বিপণনের অস্থিত্ত উৎপাদনের আগেও লক্ষ্যনীয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...