সরস্বতী দেবীর প্রণাম ও পুষ্পাঞ্জলি মন্ত্রঃ ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমোহস্তুতে।। ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানভ্যঃ এব চ এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ।। জ্ঞানদায়িনী সরস্বতী মায়ের পূজাতে ফাঁকি না দিয়ে আমরা সবাই সঠিকভাবে তার পূজা করি। তার পূজার শিক্ষায় আমরা সর্বদা সবাই শুদ্ধ জ্ঞানচর্চায় যেন রত থাকি এবং প্রার্থনা করি- (ওঁ অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতংগময় আবিরাবির্ম এধি) অর্থাৎ- হে ঈশ্বর, আমাকে অসৎ থেকে সৎ লোকে, অন্ধকার থেকে আলোতে এবং মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাও। নমস্কার