***VPN এর পূর্ণরুপ হচ্ছে, 'Virtual Private Network' একটি পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে একাধিক কম্পিউটারকে বা স্মার্টফোনকে একই নেটওয়ার্কের আওতায় আনা হয়, তখন তাদের ভিপিএন বলে। ভিপিএন আপনার ডিভাইসকে ভার্চুয়াল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে পারে এবং আপনার পাঠানো সব ডাটা দ্রুততার সঙ্গে এনক্রিপ্ট করে ফেলে অর্থাৎ পাবলিক ডোমেইন থেকে লুকিয়ে রাখে এবং এটা আপনার ব্রাউজিং হিস্টোরির কোনো ট্র্যাক রাখে না। আমার মতেঃ মনে করুন, আপনার প্রিয় Nikbik Answers সাইট টি বাংলাদেশ এর সার্ভার থেকে ব্লক করে দেওয়া হয়েছে। এর জন্যে আপনি আপনার বাংলাদেশের সার্ভার থেকে বিস্ময় ব্যবহার করতে পারছেন না। এই অবস্থায় বিস্ময় ব্যবহার করতে যে সফটওয়্যার প্রয়োজন সেটি হলো vpn এর মাধ্যমে আপনি অন্য দেশের সার্ভারের সাথে নিজের নেটওয়ার্ক কানেক্ট করে বিস্ময় ব্রাউজ করতে পারবেন।