আমাদের এইদিকে মেলাতে কাঠের টুকরোতে ডিজাইন করা নকশা তে রং দিয়ে হাতের তালুতে মেরে দেয় সল্প দামে। একবার এক লোক বললো হাতে মেরে দিব কিনতু ৫ বছর থাকবে।আমরা অবাক হয়ে গেলাম এবং কৌতুহল হয়ে ট্যাটু করে নিলাম। তখন ছোট ছিলাম এখন বড় হয়ে ওটা নিয়ে অনেক প্রব্লেম হচ্ছে দাগ এখনো অনেকটাই আছে। সে হয়ত এসিড বেশি দিয়েছিল তার জন্যে বাসাই এসে কয়দিন পর অই টুক যাইয়া পুড়ে পাতলা চামড়া উঠে আসে এবং দাগ হয়ে যায়। ডাক্তার দেখিয়ে বেটনোভেট সি এ ধরনের প্রায় সকল ঔষধ দিয়ে এখনো সব দাগ মিশাই নি দাগ তোলার কোনো উপাই আছে?