প্রান্তিক মানুষের ডিজিটাল লেনদেন অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ ও অধিকতর সেবা দিতে বাংলাদেশ ডাক বিভাগ চালু করেছে নগদ। এর মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়োর মতোই টাকা পাঠানো ব্যালান্স, রিচার্জ, বিভিন্ন সেবার বিল পরিশোধ করা যাবে। এ সেবায় ১ জন গ্রাহ দিনে সর্বোচ্চ ১০ বারে মোট ২,৫০,০০০ টাকা জমা ও একই পরিমাণ টাকা তুলতে পারবেন। ২০১০ সালে বাংলাদেশে ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস ছিল দেশের প্রথম ডিজিটাল আর্থিক সেবা।