উত্তরঃ পুকুর, কুয়া, গর্ত এ ধরনের জিনিস কাটলেই বড় হয় । আমরা জানি, যেকোনো জিনিসই কাটলে ছোট হয় । কিন্তু পুকুর যতোই কাটা হবে, ততোই বড় হবে । সাধারণত কুয়া থেকে পুকুর কাটা হয় । তখন, যদি কুয়াটা একটু একটু করে কাটি তাহলেই বড়োই হবে । অন্যদিকে, মনে করুন যে, আপনি একটি দড়ি কাটলে, এর ফলে এটা ছোট হয়ে গেল । কিন্তু পুকুর, কুয়া. গর্ত এগুলো যতোই কাটা হয়, তেমনি বড় হয় । ধন্যবাদ, নির্বিকের সাথেই থাকুন ।