www হচ্ছে সাব-ডোমেইন যেটা মুল ডোমেইন এর সাথে সেট করা থাকে। ডোমেইন কেনার সাথে www ফ্রি দেয়। যদি আপনার সাইট ব্লগ দিয়ে ক্রিয়েট করা হয় তবে আপনি চাইলেও www বাদ দিতে পারবেন না। আর যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা হয় আপনি চাইলে www এর যায়গায় আপনার ইচ্ছামত যে কোন কিছু বসাতে পারবেন।
উদাহরণ হিসেবেঃ
https://edu.electricitybd.com