উটকে মরুভূমির জাহাজ বলা হয়। কারণ উট সহজে মরুভূমির বালুময় পথে চলতে পারে। তাই উটের পিঠে চড়ে মানুষ মরুময় পথে যাতায়াত করে। উট সাধারণত যে ধরনের ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে যা অন্য প্রাণীর পক্ষে মোটেও সম্ভব নয়। এমনকি কাঁটা গাছ খেয়েও উট সহজেই হজম করতে পারে। একনাগাড়ে দু'সপ্তাহ ধরে পানি না খেয়েও বেঁচে থাকতে পারে এবং পথ চলতে পারে।
একারনেই উটকে রুভূমির জাহাজ বলা হয়।