SCR এ দুটি স্টেট থাকে একটা অন এবং একটা অফ। এই দুই স্টেটে যখন প্রয়োজনীয় গেট কারেন্ট দেওয়া হয় তখন এর অন কন্ডিশন,আবার যখন Anode কারেন্ট Holding কারেন্ট এর নিচে আনা হয় তখন অফ হয়ে যায়। সুতরাং দেখা যায় যে, SCR সিঙ্গেল সুইচ এর ন্যায় কাজ করে, তাই SCR কে ইলেক্ট্রোনিক সুইচ বলা হয়।