640 বার প্রদর্শিত
"ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স" বিভাগে করেছেন Level 1
কেউ যদি এ সম্পর্কে জানেন তবে অবশ্যই আমার প্রশ্নের উত্তর দিবেন। 

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 7

সুপারভাইজার লাইসেন্স কিভাবে পাবেন

বৈদ্যুতিক কারিগরী, সুপারভাইজার সনদ ও ঠিকদারী লাইসেন্স ইস্যু অধিদপ্তর  http://www.eacei.gov.bd  এই Licence প্রদান করে থাকে । বছরে দু’বার এই লাইসেন্স প্রদান করা হয়। আরো বিস্তারিত তথ্য আপনি উক্ত ওয়েভ সাইট থেকে জানতে পারবেন।

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা

(ক) আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স) হয়ে থাকেন তবে আপনার উক্ত কাজের (যে বিভাগের জন্য আবেদন করবেন) উপর ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। (খ) আবার আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, মেরিন ও নেভাল, আর্কিটেকচার ও কম্পিউটার) হয়ে থাকেন তবে আপনার উক্ত কাজের (যে বিভাগের জন্য আবেদন করবেন) উপর ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন ফরম এই ঠিকানায় পাবেন http://www.eacei.gov.bd/images/stories/s_c_form.pdf। 

আরো বিস্তারিত জানার জন্য আপনি এই ঠিকানায় প্রবেশ করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
1 উত্তর
05 নভেম্বর 2018 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান বিন ওয়াহেদ Level 1
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...