- করলেন ঘোড়া বিক্রেতার ছদ্মবেশে । এদেশের মানুষকে তাদের প্রকৃত পরিচয় দিতে না চাওয়ার কারণেই বখতিয়ার খলজি এবং তার সৈন্যরা ছদ্মবেশ ধারণ করেছিল । মূলত তারা এসেছিলেন বাংলা জয় করতে । তারা যদি সৈন্য বেশে আসতেন তবে প্রতিপক্ষ সচেতন হতো প্রতিরক্ষার জন্য । তারা ছদ্মবেশ ধারণ করেছিলেন, যাতে বাংলার তাদেরকে কেউ চিনতে না পারে । রাজপুরীতে প্রবেশ করে প্রায় অসতর্ক লক্ষণ সেনের রক্ষীদের পরাস্ত করলেন । তারপর বখতিয়ার লক্ষণ সেনকে হত্যা করলেন । আর এভাবেই বখতিয়ার লক্ষণ সেনকে পরাজিত করলেন ।