আমি নিজের 'ঠিকমত নামায আদায় না'-এই অভ্যাসটি মনে প্রাণে পরিবর্তন করতে চাই, কিন্তু পারি না । সবসময় ৫ ওয়াক্ত নামায আদায়ের চেষ্টা করি । কিন্তু শয়তান যে আমাদের পিছু ছাড়ে । কারণ সে আমাদের প্রকাশ্য শত্রু । সে বান্দার সকল ইবাদত বিশেষত নামায নষ্ট করার জন্য মনে মধ্য বিভিন্ন বিষয় হাজির করে দেয় । তাই আমাকে খুশু খুযু (বিনয় ও একাগ্রতা) ও স্থিরতার সাথে নামায আদায় করতে হয় । কিন্তু দুঃখের বিষয় যে, এটা স্মরণ করে নামায আদায় করতে গেলেও, খুব একটা আলসেমি লাগে, ধন্যবাদ ।