400 বার প্রদর্শিত
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে করেছেন Level 6
image আমার এই লিংকটির (https://www.nirbik.com/42067/#a43042) প্রশ্নতে করা উত্তরটি ভুল বলে লুকায়িত করা হয়েছে।
মাঝে মধ্যেই এরকম করা হয়।
এটা যে ভুল, তা আমাকে প্রমাণ করে দেখাতে হবে।
করেছেন Level 7
আপনি অংক টি এইভাবে সমাধান না করে দিয়ে খাতায় স্পষ্ট ভাবে সমাধান করে ছবি তুলে দেন তাহলে বুঝতে সুবিধা হবে।
করেছেন Level 6
যার প্রশ্ন তিনি তো বলতে পারতেন।
করেছেন Level 7
@S.M Shahid আপনার প্রদত্ত উত্তরটি যথার্থ নয় কোন অংক এভাবে সমাধান করা যায়না করলে সেটা ভুল বিবেচনা করা হবে তাই আপনার উত্তরটি লুকনো হয়েছে।আর মাঝে মধ্যে আপনার উত্তর লুকনো হয় মানে বুঝলাম না।লিংক দিন।
করেছেন Level 6
এই উত্তরটা আপনার যথার্থ মনে হচ্ছে না, তাহলে আপনার উচিত ছিল রিপোর্ট করার আগে যথার্থ উত্তরটা দিয়ে দেওয়া। আর এই সমাধানটির ঠিক কোন জায়গায় ভুল আছে, যার কারণে আপনার যথার্থ মনে হচ্ছে না, সেটা একটু দেখান।
করেছেন Level 7
আপনি যেটুকু অংকটি করেছেন তা ঠিক আছে তবে সেটা সঠিক উত্তর নয়।
করেছেন Level 6
+1
কে বলেছে আপনাকে সঠিক উত্তর নয়। আমি আজ প্রায় ৮ বছর যাবৎ ছাত্রদের এইভাবেই অংক শিখালাম তারা ভালো রেজাল্টও করলো। আর আপনি বলছেন সঠিক নয়। তাহলে সঠিক উত্তরটি কেমন হবে একটু করে দেখান। আমি একটু শিখে নিই।
করেছেন Level 8
@sm shahid আমার মনে হয় শারিউল বুঝাতে চাইছেন অঙ্কটি সঠিক কিন্তু আপনার উত্তর দেওয়ার সিস্টেমটা ঠিক হয় নি।আপনি খাতায় লিখে সেটা ছবি তুলে আপলোড করে দিতে পারেন।আপনার উত্তরটি আবার প্রদর্শন করে দিয়েছি আপনি সম্পাদনা করে নিতে পারেন।ধন্যবাদ।
করেছেন Level 6
আপনি তার মন্তব্যটি পড়ে দেখুন।

এই প্রশ্নটির উত্তর দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
27 সেপ্টেম্বর 2019 "অভিযোগ ও অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন তুহিন Level 7
0 টি উত্তর
22 মে 2020 "নোটিশবোর্ড" বিভাগে জিজ্ঞাসা করেছেন ইফতি Level 6
1 উত্তর
10 ডিসেম্বর 2019 "অন্যান্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
1 উত্তর
28 মে 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন At Munna Level 7
0 টি উত্তর
27 জানুয়ারি 2019 "বিনোদন" বিভাগে জিজ্ঞাসা করেছেন molla Level 5
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...