উত্তরঃ সম্প্রতি আম গাছকে জাতীয় বৃক্ষ (গাছ) ঘোষণা করা হয় । আম গাছকে জাতীয় গাছে ঘোষণা করার কারণঃ আম বাংলাদেশের একটি সুপরিচিত ও জনপ্রিয় ফল । বাংলাদেশের সব জায়গাতেই এই গাছটি দেখা যায় । আমগাছ আমাদের শুধু ফল দেয় না, এর প্রতিটি অংশ আমাদের কাজে লাগে । বাংলাদেশের সংস্কৃতিতে আম গাছ বিশেষ স্থান দখল করে আছে । তাই আম গাছকে বাংলাদেশের জাতীয় গাছের মর্যাদা দেওয়া হয় ।