৪. বক্তব্যের শেষে সমাপ্তিসূচক শব্দ, যেমনঃ ইতি, শুভেচ্ছান্তে, সালামান্তে ইত্যাদি লিখতে হবে। তারপর পত্র প্রেরকের নাম লিখতে হবে। অনেকে পত্রের উপরে, ঠিক মাঝখানে মঙ্গলসূচক বাক্য লেখেন। এতে পত্রলেখকের ধর্মবিশ্বাসের প্রতিফলন ঘটে। যেমনঃ এলাহি ভরসা, ৭৮৬, শ্রীহরি শরণম্, ওঁ ইত্যাদি। ধন্যবাদ।