PIN=Personal Identification Code একটি জিএসএমপসিম কার্ড ভুল পিন কোডপতিনবার লিখলে বা পিন ব্লক হয়ে গেলে পরে PUK কোড প্রয়োজন |
PUK=Personal unblocking code এই কোড টি দশবার পর্যন্ত চেষ্টা করা যায়। দশবারের বেশি চেষ্টা করলে সিম কার্ডটি একেবারেই অকেজো হয়ে যায়। পিন এবং PUK কোড উভয় অপারেটর দ্বারা সরবরাহ করা হয়, কিন্তু শুধুমাত্র পিন কোড ব্যবহারকারীর দ্বারা পরিবর্তন করা যাবে ।