320 বার প্রদর্শিত
"শিক্ষা প্রতিষ্ঠান" বিভাগে করেছেন Level 7
বিজ্ঞান, মানবিক, ব্যবসা। 
করেছেন Level 7
আপনার লক্ষ যেটা আছে সে অনুযায়ী বিভাগ বেছে নিতে পারেন।

4 উত্তর

+2 টি ভোট
করেছেন Level 6
আপনি যদি ভালো ছাত্র হন, বিশেষ করে গণিতে পারদর্শী হন, তাহলে অবশ্যই বিজ্ঞান শাখাই ভালো হবে। তাছাড়া এমনিতেই মানবিক শাখাও নিতে পারেন, ভার্সিটিতে মানবিকের প্রতিযোগী কম থাকায় ভর্তি হতে পারবেন।
0 টি ভোট
করেছেন Level 6
আপনি যদি ভালো ছাত্র হন আর যদি কোন ভালো চাকরি করার লক্ষ্য থাকে পরিবারে যদি আপনার প্রাইভেট খরচ চালাতে পারে এছাড়াও আপনার যদি পরবর্তিতে ভালো কোন ভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে তাহলে বিজ্ঞান শাখায় পড়তে পারেন।আর সবগুলো যদি উপরোক্ত তথ্যের বিপরিত হয় তাহলে মানবিকে পড়তে পারেন।
0 টি ভোট
করেছেন Level 5
কমার্স নিতে পারেন, খুব ভালো হবে।এবং সহজে চাকরি পাবেন।
–1 টি ভোট
করেছেন Level 5
আপনি যদি বিজ্ঞান ভালো পারেন তাহলে বিজ্ঞান বিভাগ নিতে পারেন।তাতে করে ভালো শিক্ষা অর্জন করতে পারবেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

3 টি উত্তর
1 উত্তর
1 উত্তর
23 নভেম্বর 2018 "শিক্ষা প্রতিষ্ঠান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ran Ran Ran Level 7
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...