থার্মিস্টর হল তাপীয় রোধক। থার্মিস্টর শব্দটি এসেছে Thermally sensitive resistor থেকে। আমরা জানি সকল রোধকই তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে রোধের মানের পরিবর্তন করে কিন্তু সাধারণ রোধকের ক্ষেত্রে রোধের এ পরিবর্তন খুবই সামান্য যা পরিমেয় নয়। অপরদিকে থার্মিস্টরের ক্ষেত্রে এ পরিবর্তন হয় অনেক বেশী। থার্মিস্টর এভাবে প্রস্তুত করা হয় যেন প্রতি ডিগ্রী তাপমাত্রা পরিবর্তনের জন্য ১০০ওহম বা এর বেশী রোধের পরিবর্তন হয়।