শরীয়ত এর নিয়মানুযায়ী কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পর, ঐ মহিলা ইদ্দত পালন করার পর, অন্য কাউকে বিবাহ করতে পারবে। তবে, এই ইদ্দত এর সময়সিমা নিয়ে ইমামদের মাঝে ইখতেলাফ তথা ভিন্নতা রয়েছে। প্রসিদ্ধ ইমাম আবু হানীফা (র) এর মতে, ৪ মাস ১০ দিন। আর, ইসলাম আপন চাচি, মামি কে বিবাহ করার অনুমতি দিয়েছে। যদি চাচা মৃত্যুবরণ করেন। তাই, আপনি উপরের নিয়মানুযায়ী বিবাহ করতে পারবেন এবং এটি শরিয়ত সম্মত।