প্রথমেই ঠিক করে নিন কম্পিউটারের কি কি প্রোগাম শিখবেন। বেসিক ট্রেইনিং কোর্সের মধ্যে মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেল) ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল আদানপ্রদান ইত্যাদি প্রোগামসমূহ থাকে। আপনি যদি একেবারের নতুন হন, তবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে শুরু করতে পারেন। ফ্রি অনেক বাংলা পিডিএফ বুক আছে। বিভিন্ন ট্রেইনিং সেন্টারের নোট ম্যানেজ করে নিজের স্কীল টেস্ট করে নিতে পারেন। অনলাইনেও অনেক সাইট আছে দক্ষতা যাচাইয়ের। অবশ্যই একের অধিক প্রোগাম একসাথে শেখা শুরু করা যাবে না। একটি প্রোগামও যদি আপনি বই পড়ে শিখে ফেলতে পারেন, তবে আর আটকায় কে। অনলাইন রিসোর্সের অভাব নেই, ইংরেজীটা একটু ভাল হলে আরো সুবিধা।