নিম্নরুপ Bayazid Bostami এর গল্পটিঃ একদিন বায়েজিদ বোস্তামির মা ঘুমাচ্ছিলেন।হঠাৎ তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং সে তাঁর ছেলেকে (বায়োজিদ বোস্তামিকে) তাঁকে এক গ্লাস পানি দেয়ার জন্য।কিন্তু বায়েজিদ বোস্তামি ঘরে কোথাও পানি পেল না।তাই সে দূরে একটা ঝরণা থেকে পানি আনার জন্য বের হয়ে গেল।সে পানি নিয়ে ফিরে আসল এবং তাঁর মাকে আবার ঘুমিয়ে পড়তে দেখল।সে তার মায়ের অসুবিধা করল না।সে তার হাতে এক গ্লাস পানি নিয়ে মায়ের বিছানার পাশে নিরবে দাঁড়িয়ে রইল।রাত কেটে গেল।বায়েজিদের মা জেগে উঠলেন।তিনি তার বিছানার পাশে তার ছেলেকে দেখে বিস্মিত হলেন।কিছুক্ষণ পর তিনি বিষয়টা বুঝতে পারলেন।তখন তিনি ছেলের জন্য আল্লাহর কাছে হৃদয় থেকে প্রার্থনা করলেন। এভাবেই বায়েজিদ বোস্তামি মাতৃভক্তির জন্য বিখ্যাত হয়েছিল।