পড়াশুনার ইতিহাস অনেক প্রাচীন । যেমন রোমান সাম্রাজ্যে খ্রিস্টপূর্ব ৭০০ বছর পূর্বে ক্লাসরুমে পড়াশোনার ইতিহাস পাওয়া যায় । আবার চীনের ইতিহাসে দেখা যায় খ্রিস্টপূর্বে ২০০০ অব্দে পড়ালেখার প্রমাণ পাওয়া যায় । মেসোপটামিয়া সভ্যতায় খ্রিস্টপূবে ৩২০০ অব্দে পড়ালেখার ইতিহাস আছে । তাই বলা যায় "পড়াশোনা" প্রয়োজনের তাগিদে সৃষ্টি হয়ে কখনো নিজস্ব গতিতে , কখনোবা কারও অবদানে বিকাশ লাভ করে আজকের এই অবস্থানে পৌছেচে । একেকজন একেকসময় একেকভাবে এটিকে এগিয়ে নিয়ে গেছেন । তাই পড়াশুনা আবিষ্কারের কৃতিত্ব একার কারো নয় । বরং প্রত্যেক যুগে বসবাসরত প্রত্যেকেই প্রয়োজনই এর আবিষ্কারক ।
ধন্যবাদ।