232 বার প্রদর্শিত
"নিত্যনতুন সমস্যা" বিভাগে করেছেন
আমি 2014 সালে ভোটার নিবন্ধন করেছি ,গত 07 আগস্ট 2018 আমার এলাকায় স্মার্ট কার্ড বিতরণ হয় 

আমি আমার স্লিপ নিয়ে মাঠ পর্যায়ের লোকদের কাছে দেই, তারা আমার  স্লিপের উপর লিখে দিলো NIF আর আমাকে বলা হলো আমার স্মার্ট কার্ড আসে নাই, আমি ছাড়া আমার এলাকার সবাই ভোটার আইডি কার্ড পেল এবং কি আমার সাথে যারা নিবন্ধন করল তারাও পেল আমি পেলাম না ? তাহলে আমি কি আর স্মার্ট কার্ড পাব না ?

2 উত্তর

+2 টি ভোট
করেছেন Level 5
হ্যা পাবেন।আপনি ইউনিয়ন পরিষদের তথ্য বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ করে দেখেন সে কি বলেন।যদি আপনার ভোটার স্মার্ট কার্ড না হয়।তা হলে আপনি আবার করতে পারবেন।আর যদি হয় কিন্তু ভূলে আসে নাই তাহলে ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করলেই তারা স্মার্ট কার্ডটি আনার ব্যবস্থা করে দিবে।আর যদি স্মার্ট কার্ড না হয় তাহলে আবার নতুন করে আপনাকে করতে হবে।
+1 টি ভোট
করেছেন Level 7
হ্যা ভাই পাবেন কিছু মাস অপেক্ষা করুন। মাত্র ১০ কোটি স্মার্ট কার্ড বের হয়েছে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
28 মে 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md Munir Hasan Level 8
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...