কোনো সরকার যদি তার দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারে তবে সে দেশের অতিরিক্ত জনসংখ্যায় কিন্তু সে দেশের বিরাট সম্পদ।দক্ষ জনসম্পদ থাকলে যেকোনো দেশ অর্থনৈতিকভাবে যতেষ্ট সফল হতে পারে।তবে অতিরিক্ত জনসংখ্যা যদি জনসম্পদে রূপান্তর করা না যায়;তবে সেই জনসংখ্যা অবশ্যই বিরাট বোঝা। আর নিরক্ষর জনগণ একটি দেশের জন্য অবশ্যই বিরাট সমস্যা।কেননা তাদের পরিশ্রম করার ক্ষমতা রয়েছে;কিন্তু উপযুক্ত মেধা নেই।আর উপযুক্ত মেধা ছাড়া কখনো উন্নতির শিখরে পৌঁছানো যায়না।