'Orgin of species ' গ্রন্থের লেখন চার্ল ডারউইন । তাকে বিবর্তনবাদের জনক ও বলা হয়ে থাকে। "অরজিন অব স্পেসিস" গ্রন্থে তিনি বিভিন্ন এঙ্গেল থেকে মানুষের উৎপত্তি ও বিকাশের রহস্য উদঘাটন করার চেষ্টা করেছেন। তিনি মনে করতেন বিবর্তনের এক পর্যায় বানর থেকে মানুষের উৎপত্তি হয়েছে। কিন্তু তার মতকে সাম্প্রতিক বিজ্ঞানীরা ভুল বলে প্রমাণিত করেছেন।