কি ভাবে দোকানের বিদ্যুত্ বিল কমাবো ?
এক সারিতে পাঁচ টা দোকান , একটি মোবাইলের দোকান,একটি হোটেল,একটি হানিফ কাউন্টার এবং দুটি ট্রাকটর পাসের দোকান। আমার পাসের দোকান! প্রতি দিন আমরা দোকানে তিন টি এনার্জি বাল্ব জ্বালানো হয়।প্রায় সবার ই দোকান সকাল 7/8 খোলা হয় আর বন্ধ করছে রাত 9/10 , আমার দোকান খোলা হয় সকাল 9/10 এমন সময় আর বন্ধ করছি
রাত 8/9:30 এমন সময়।তার পর ও আমার দোকানে বিদ্যুত্ বিল বেশি আসে কেন ?মিটার পরিবর্তন করেছি আর ভালো মিস্ত্রিকে ও দেখিয়েছি কিন্তু লাভ হচ্ছে না।আমরা দোকানের বিদ্যুত এখনও বেশি আসছে ??