আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব থেকে আমরা জানতে পারি সময় হলো আপেক্ষিক।অর্থাত মহাবিশ্বের সব জায়গায় সময়ের মান সমান নয়।এই তত্ত্ব থেকে টাইম ট্রাভেলের ধারণা চলে আসে।আপনি যদি আলোর গতির কাছাকাছি বেগে ছুটতে পারেন তাহলে আপনার জন্য সময় স্থির হয়ে যাবে।কিন্তু এটা সম্ভব নয়।কারণ এর জন্য প্রয়োজন হবে প্রচুর শক্তি।আলোর বেগের কাছাকাছি গতি তো যে সে গতি নয়।এতো শক্তি আমরা এখনও উৎপন্ন করতে সক্ষম হইনি।ভবিষ্যতে অর্জন করা যাবে কি না সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না।আমরা জানি প্রকৃতিতে যা কিছু আছে সবকিছুর মধ্যে সর্বোচ্চ গতি হচ্ছে আলোর গতি।যদিও আলোর গতিকে কোনোভাবেই টপকানো সম্ভব নয়।কিন্তু যদি আলোর গতিকে টপকিয়ে আলোর গতির চেয়ে বেশি গতিতে চলা যেতো,তাহলে আপনি অতীতের দিকে যেতে থাকবেন।এটা কিন্তু গানিতিক ভাবে হিসাব নিকাশ করে বের করা হয়েছে।
টাইম ট্রাভেল নামে একটি বই আছে।ওটা পড়ে দেখতে পারেন।রকমারি ডট কমে ও দেখতে পারেন।এছাড়া গুগল করে ও আরো অনেক বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আশা করি।
ধন্যবাদ।