ডাচ বাংলা ব্যাংক লিমিটেড- এ একাউন্ট খোলার জন্য যা যা লাগবেঃ.১-নিজের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি,
২-নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি,
পাসপোর্টের ১ম সাত পাতার ফটোকপি/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি/ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট প্রভৃতি কাগজপত্র একাউন্ট খোলার সময় প্রয়োজন হয়।
৩-ব্যাংকে একাউন্ট আছে ,এমন কাউকে লাগবে,তার স্বাক্ষর লাগবে।
৪-আপনি যেই বাসায় থাকেন সেই বাসার ইলেকট্রিক বিল লাগবে,বাসা আপনার নিজের না হলে,বাড়ির মালিকের টা দিলেও হবে।
ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ফর্ম নিয়ে সেটা পূরন করে একাউন্ট খুলতে হবে।