আব্দুল্লাহ আলমাহদি এর দেওয়াল

এই সদস্য তার দেওয়ালে নতুন পোষ্ট করার অনুমতি বাতিল করেছেন
তাওবা-৫
আল্লাহর প্রিয় পাত্র হতে চান? আপনি চান, আল্লাহ আপনাকে ভালোবাসুক, যেমন নবী রাসূলদের ভালোবেসেছেন! যেমন সুলাহাদের ভালোবেসেছেন?
তাওবা করুন।
আপনার জন্যই আল্লাহর ঘোষণা,
{إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ}
“নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং ভালোবাসেন যারা অধিক পবিত্র তাদের।” –বাকারা: ২২২
14 নভেম্বর করেছেন আব্দুল্লাহ আলমাহদি
তাওবা-০৪
তাওবা এমন শক্তিশালী মাধ্যম, যা কুফর শিরকের গুনাহও নিঃশেষ করে দেয়। আমরা জানি, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না।
{نَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ} [النساء: 48]
“আল্লাহ তাঁর সঙ্গে শিরক করলে ক্ষমা করেন না, তবে এছাড়া অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা ক্ষম করে দিবেন।” নিসা: ৪৮
কিন্তু এর অর্থ হচ্ছে, তাওবা ছাড়া শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা তাওবা ছাড়াও ক্ষমা করে দিবেন। আর তাওবা করলে সকলকেই ক্ষমা করে দিবেন।
.
সুতরাং কাফের-মুশরিক যদি তাওবার শর্ত পূরণ করে ১. কুফর-শিরকের জন্য অনুতপ্ত হয়, ২. শিরক ত্যাগ করে, ৩. ভবিষ্যতে শিরক না করার প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে ফিরে, আল্লাহ অবশ্যই তার তাওবা কবুল করবেন; বরং তার অতীতের গুনাহগুলোকেও তিনি নেক দ্বারা পরিবর্তন করে দিবেন, যেমনটি আমরা আগের লেখায় আলোচনা করেছি।
07 নভেম্বর করেছেন আব্দুল্লাহ আলমাহদি
তাওবা-৩
তাওবা শুধুই কি পাপ থেকে পবিত্র করে? না, বরং তাওবা এমন আবে হায়াত ও সঞ্জীবনী সুধায় টইটম্বুর সরোবর, যাতে অবগাহন করে বান্দা শুধু পাক পবিত্রই হয় না; বরং সে লাভ করে নতুন জীবন এবং মুনাফাসহ ফিরে পায় অতীত জীবনে হারানো সব অমূল্য সম্পদ। হাঁ, এটাই মহান রবের ঘোষণা, তাওবা ও নেক আমল আপনার অতীত জীবনের পাপকর্মগুলোকেও পূণ্যে পরিণত করে দেয়। মহা মহিয়ান রাব্বে কারীমের রহমতের এমন অবারিত দ্বার সকল বান্দার জন্যই উন্মু্ক্ত। এমনকি মুশরিকের জন্যও!
.
(কী ভাবছেন? আল্লাহ শিরক ক্ষমা করেন না? এ প্রশ্নের উত্তরের জন্য পরের পোস্টটি পড়বেন ইনশাআল্লাহ)।
{إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا} [الفرقان: 70]
“তবে যারা তাওবা করে, ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, তাদের গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম করুণাময়।” –ফুরকান: ৭০
28 অক্টোবর করেছেন আব্দুল্লাহ আলমাহদি
তাওবা-২

আপনি নিষ্পাপ হতে চান? ঠিক যেদিন আপনি আপনার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, সেই সদ্যভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ?
একদম সহজ! এক মিনিট সময় নিন, চোখ বন্ধ করে আল্লাহর কাছে কৃত গোনাহের জন্য অনুতপ্ত হোন, ভবিষ্যতে গোনা না করার প্রতিজ্ঞা করুন।
.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
التَّائِبُ مِنْ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ
“তাওবাকারি এমন ব্যক্তির ন্যায়, যার কোনো গোনাহ নেই।”
যদি হৃদয় দিয়ে কাজটি করতে পারেন, নিশ্চিত হোন আপনি এখন নিষ্পাপ। হাঁ, বান্দার কোনো হক নষ্ট করে থাকলে সেটার জন্য আলাদা করে দায়মুক্তির ব্যবস্থা নিন।
22 অক্টোবর করেছেন আব্দুল্লাহ আলমাহদি
তাওবা-১

তাওবা এক বিস্ময়কর চিকিৎসা। যার ফলে পাপ পঙ্কিলতায় কলুষিত জীবন মুহূর্তে ধুয়ে মুছে পাক পবিত্র হয়ে যায়। জরা জীর্ণ নিঃশেষ প্রায় জীবনে নব প্রাণের সঞ্চার হয় কোনো ডাক্তার-ওষুধ ছাড়াই। আল্লাহর চরম দুশমন পরম বন্ধুতে পরিণত হয়। চরম শত্রু হয়ে যায় পরম প্রিয় পাত্র। শতভাগ নিশ্চিত ও অনুভূতিনাশক এনেসথেসিয়ার চেয়েও দ্রুত কার্যকর।
.
যিনা, ধর্ষণ, হত্যা, মদ, সুদ, চুরি কিংবা আরো কোনো বড় গোনাহ হয়ে গেছে? এমন রাব্বে কারীম যার আছে, তাওবার এমন অবারিত সুযোগ যার জন্য সদা উন্মুক্ত, তার কিসের চিন্তা! প্রয়োজন শুধু একটু মানসিক প্রস্তুতি ও কয়েক সেকেণ্ড সময়! তওবা করুন, মুহূর্তে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে বি-ইযনিল্লাহ।
17 অক্টোবর করেছেন আব্দুল্লাহ আলমাহদি
গুনাহ প্রকাশ না করা চাই!

আলী বিন আবি তালিব রাযিয়াল্লাহু আনহু বলেছেন,
من أذنب ذنبا فستره الله عليه في الدنيا، فالله أكرم من أن يكشف ستره في الآخرة، ومن أذنب ذنبا فعوقب به في الدنيا، فالله تعالى أعدل من أن يثني عقوبته على عبده في الآخرة .
“কেউ গুনাহ করলে আল্লাহ যদি দুনিয়াতে তা গোপন রাখেন, আশা করি আখিরাতেও তিনি তা প্রকাশ করবেন না। যদি এ কারণে দুনিয়াতে শাস্তি দেন, আশা করি আখেরাতে দ্বিতীয়বার শাস্তি দিবেন না।” -রামাদানঃ সাওরাতুত তাগঈর-১৭৪
15 অক্টোবর করেছেন আব্দুল্লাহ আলমাহদি
তাকওয়া-০৪

তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয় লালন করা। আল্লাহর ভয়ে নেক কাজ করা এবং গোনাহের কাজ পরিহার করা।
লালন করা মানে পরিপালন করা। পরিপালন কখনো আপন অবস্থায় ছেড়ে রাখলে হয় না। পরিচর্যা করতে হয়, উন্নতির ফিকির করতে হয়। সবসময় খেয়াল রাখতে হয়, কোনো কিছু সেটার ক্ষতি করে কি না। খোরাক যোগাতে হয়, যেন উত্তরোত্তর তা বৃদ্ধি পায়।
.
একটি পাখি পালন করার জন্য খাঁচায় বন্দী করে যদি আপনি বে-খবর হয়ে যান, সেটি যেমন কয়েকদিন পর মৃত্যু বরণ করবে, তেমনি তাকওয়া অর্জন করার পর যদি সেটি থেকে আপনি গাফেল হয়ে যান, একসময তার মৃত্যু ঘটবে।
সুতরাং রমজানে যদি কিছুটা তাকওয়া অর্জিত হয়ে থাকে (কম-বেশ কিছু না কিছু সবার নিশ্চয়ই হয়েছে কোনো সন্দেহ নেই), এবার সেটার তারবিয়াহ ও প্রতিপালনের প্রতি দৃষ্টি দিন।
বারবার আল্লাহর আজমত ও মোহাব্বত এবং ভয় ও আশা অন্তরে জাগ্রত করার চেষ্টা করুন। মাঝে মধ্যেই নির্জনে বিষয়গুলো নিয়ে ভাবুন, হৃদয়কে একটু নাড়াচাড়া দেয়ার চেষ্টা করুন, চোখের পানি দিয়ে হৃদয়কে সিঞ্চিত করুন। হৃদয়টাকে বসন্তের প্রকৃতির মতো সজিব ও তরতাজা রাখার চেষ্টা করুন। অবশ্যই আপনার তাকওয়া আরো শক্তিশালী হবে, আরো বৃদ্ধি পাবে।
11 অক্টোবর করেছেন আব্দুল্লাহ আলমাহদি
তাকওয়া: ৩
যুহদের হাকীকত ও স্বরূপ:
হযরত রাবিয়া বিন ফররুখ তামিমি রহ. (মৃত্যু: ১৩৬) কে জিজ্ঞেস করা হল,
ما رأس الزهد؟
যুহদের মূল কী?
তিনি বললেন,
جمع الأشياء من حلها ووضعها في حقها
“হালাল পথে অর্জন করা। যথাস্থানে ব্যয় করা।” -আয যুহহাদু মিআহ, সিদ্দিক মিনশাবি: 164
09 অক্টোবর করেছেন আব্দুল্লাহ আলমাহদি
তাকওয়া: ২
তাকওয়া অর্জন কত সহজ!
ما أيسر الورع! إذا شككت في شيء تركته
“তাকওয়া কতই না সহজ! কোনো বিষয়ে আপনার সন্দেহ হলেই তা পরিহার করুন।” -হযরত হাসসান বিন আবু সিনান রহ. (মৃত্যুঃ ১৫১ হিঃ) -আয যুহহাদু মিআহ, সিদ্দিক মিনশাবি : 179
07 অক্টোবর করেছেন আব্দুল্লাহ আলমাহদি
তাকওয়া: ১
তাকওয়ার হাকীকত ও স্বরূপ
قال عمر بن عبد العزيز : ليست التقوى قيامَ الليل، وصِيام النهار، والتخليطَ فيما بَيْنَ ذلك، ولكن التقوى أداءُ ما افترض الله، وترك ما
حرَّم الله، فإنْ كان مع ذلك عملٌ فهو خير إلى خير
“রাতভর ইবাদত করতে থাকা আর দিনভর রোযা রাখতে থাকার নাম তাকওয়া নয়; তাকওয়া হল, আল্লাহ যা ফরয করেছেন তা আদায় করা এবং যা হারাম করেছেন তা বর্জন করার নাম। এর সাথে যদি অন্যান্য আমলও থাকে তাহলে তো সোনায় সোহাগা।”         -ওমর বিন আব্দুল আযীয রাহিমাহুল্লাহ; দুরুসুন তারবাবিয়াহ মিনাল আহাদিসিন নাবাবিয়্যাহ, শাইখ খালিদ আল-হুসাইনান রাহিমাহুল্লাহ: 46
04 অক্টোবর করেছেন আব্দুল্লাহ আলমাহদি
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...