কোলনস্কপি সাধারণত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার দিয়ে থাকেন। পরীক্ষা ও তারা করে থাকেন। পায়খানায় রক্ত যাওয়া, পায়খানা না হওয়া, পাতলা পায়খানা বন্ধ না হওয়া সহ নানাবিধ কারণে ডাক্তার আপনাকে কোলনস্কপি করাতে বলে।
ডাক্তার বলে থাকলে অবশ্যই কোলনস্কপি করিয়ে নিবেন। এতে আপনার মলদ্বার, বৃহদান্ত্রে কোন সমস্যা থাকলে বেরিয়ে আসবে।
কোলন ক্যান্সার,আইবিডি,আইবিএস সহ নানা রোগ নির্ণয়ের জন্য কোলনস্কপি ব্যবহার হয়।