সমীকরণ(Equations): =চিহ্ন দ্বারা একটি রাশির সাথে অপর একটি রাশির সম্পর্ককে সমীকরণ বলা হয়। নিচে দুটি সমীকরণ লেখা হলঃ ক) 5x-18=14 খ) 2x=4 সমীকরণে কমপক্ষে একটি অজ্ঞাত বীজগণিতীয় প্রতীক থাকে। উপরের উদাহরণ দুটিতে অজ্ঞাত প্রতীক X. অজ্ঞাত প্রতীক হিসাবে ইংরেজি বর্ণমালার x,y,z অক্ষরগুলো ব্যবহৃত হয়।