এই কিটে মোট পাঁচটা ট্যাবলেট রয়েছে। একটি মিফেপ্রিস্টোন (২০০ এমজি) এবং চারটি মিসোপ্রস্টোল (৮০০ এমজি)। এই ঔষুধগুলো অবশ্যই ডাক্তারের অধীনে খেতে হবে।
প্রথমদিন একটি মিফেপ্রিস্টোন ঔষধ খেতে হবে ডাক্তারের অধীনে।এই ঔষুধ খাওয়ার ২৪ থেকে ৪৮ ঘন্টা পর মিসোপ্রস্টোল ঔষুধ চারটি খেতে হবে। মুখে দুইপাশে দুটি করে মোট চারটি ঔষুধ কমপক্ষে ৩০ মিনিট রাখতে হবে।এই সময় পেটে ব্যাথা,ডায়রিয়া এবং রক্তপাত হতে পারে।এগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। এই ঔষুধ গুলো খাওয়ার ১৫ দিন পর আবার হাসপাতালে গিয়ে আল্ট্রাসনোগ্রাফি করে গর্ভপাত হয়েছে কিনা নিশ্চিত হতে হবে।