আমি শাহরিন। আমার বয়স বর্তমানে ২০ বছর। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। কিছুদিন পর দ্বিতীয় বর্ষে উঠবো।
আমার একজনকে খুব ভালো লাগে। বলতে গেলে রীতিমতো তার প্রেমে পড়েছি। সরে আসতে চাইলেও কিছুতেই পারছিনা।
আমি আমাদের ক্যাম্পাসের একটি সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। আমি যে মানুষটার প্রেমে পড়েছি সে আমাদের ক্যাম্পাসের ছাত্র। আমার থেকে তিন বছরের বড়। তার স্নাতক প্রায় শেষ. কিন্তু ধর্ম আলাদা। আমি মুসলিম সে হিন্দু।
কিন্তু যাই হোক ধর্মটা আমার কাছে বিষয় ছিলোনা।
এই ছেলেটা খুব কো অপারেটিভ। সবার সাথেই ভালো ব্যবহার করে। দেখতেও খুব সুন্দর। কিন্তু দুষ্ট। প্রথম দেখাতেই ভালো লাগার মতো।
আমার সাথেও ভদ্র ব্যবহার করে। কিন্তু সে একটু কম কথা বলে।
তার সাথে আমার পরিচয় ৩ মাসের মতো। কিন্তু এই তিন মাসেই আমার তার প্রেমে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা।
আমি সেই ছেলেটিকে আমার এইসব বিষয়ে কিছু বলিনি।
আমি এই ছেলেটিকে আমার হৃদয় থেকে সরাতে চাই। কারণ তার সাথে আমার কোনো কিছু সম্ভব না।
কিন্তু তারপরেও আমার মন থেকে আমি তাকে সরাতেই পারছিনা। দেখা হলেই কথা বলি। কিন্তু তার সাথে কথা বলতে গেলেই আমার মধ্যে এক প্রকার লজ্জা কাজ করে। আর তার সাথে আমি কোনো মেয়ে মানুষ সহ্য করতে পারিনা।
আমার এটি কি ধরণের প্রেম আমি জানিনা। কিন্তু আমি এখান থেকে সরে আসতে চাই।
সে আমাদের ক্যাম্পাসেরই চারুকলার ছাত্র।