শুনেছি পুরুষের পিশাব এর সাথে বীর্য বা সিমেন বের হওয়া খুব জটিল একটা সমস্যা।এটা কি সত্যি?এই সমস্যা থেকে কিভাবে স্থায়ী মুক্তি মিলবে?আর সত্যি ই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব?আচ্ছা আর মনে করেন কারোর বর্তমান বয়স 15,সে পূর্বে 1-2 বছর হস্তমথুন করেছিল,তারপর হটাৎ তার এই সমস্যা টা হলো,এই সমস্যা টা যখন নতুন নতুন শুরু হয়েছিল তখন তার প্রতিদিন বীর্য বাহির হত,এখন তার বর্তমান 15 বছর বয়স,এখন তার একবার সপ্ন দোষ হইলে আগামী 15 দিন ধরে আর এই সমস্যা হয় না,আবার 15 দিন পার হলে আবার আগের মত hoye যায়,এই কারণে সে বর্তমানে প্রায় 4 মাস হস্তমৈথূন করা বাদ দিয়েছে,এই সমস্যা টা তার প্রায় 1 বছর যাবত,আবার সে যখন বিকেলে হাটা হাটি করে তখন তার কাছে মনে হয় যে লিংগ টা শিথিল হয়ে গেছে,আবার পরে সেটা ঠিক হইয়া যায়,এখন এই অবস্থায় সে যদি হোমিও চিকিৎসা গ্রহণ করে তাহলে সে কি স্থায়ী মুক্তি পাবে এটা থেকে? kindly জানাবেন