রিয়েল আইপি শুধুমাত্র একজন চালায়। অন্যদিকে শেয়ার আইপি অনেকজন ব্যবহারকারী একসাথে চালায়। আপনি যখন ইন্টারনেট কানেকশন নিবেন তখন জিজ্ঞেস করে নিবেন রিয়েল আইপি নাকি শেয়ার আইপি। এছাড়া আপনাকে রিয়েল আইপি দিয়েছে কিনা তা বোঝার জন্য আপনার রাউটারে এডমিন প্যানেলে যাবেন। তারপর রাউটারের wan সেকশানে গিয়ে আপনাকে কোন আইপি এড্রসে দেওয়া হয়েছে দেখে নিন।
এরপর
https://www.whatismyip.com/ এই লিঙ্কে গিয়ে আপনার আইপি এড্রেস চেক করুন। রাউটারের আইপির সাথে যদি লিঙ্কের আইপি মিলে যায় বুঝবেন আপনার আইপিটি রিয়েল এবং সেই আইপি শুধুমাত্র আপনিই ব্যবহার করছেন।আর না মিললে বুঝবেন আপনার আইপিটি শেয়ার আইপি।আপনার রাউটার আর ও একটি রাউটারের অধীনে রয়েছে এবং একসাথে অনেকজন এই আইপি ব্যবহার করছে। ব্রডব্যান্ড কোম্পানি nat প্রযুক্তির মাধ্যমে এমনটা করে থাকে।