শ্বাসকষ্ট আধুনিক চিকিৎসায়, ঔষধ সেবনে কিছুটা লাঘব হয়।কিন্তু সম্পূর্ণ ভালো হয় না। তবে শ্বাসকষ্ট লাঘবে আপনার সাথে সবসময় ঔষধ রাখতে হবে।এটা সম্পূর্ণ নিরাময় হবে কী না, তার নিশ্চয়তা দেয়া যায় না।তাই আপনাকে প্রতিকারের উপায়গুলো মেনে চলতে হবে:- \১/ আলো-বাতাসপূর্ণ ঘরে থাকেন। \২/যেসকল কারণে হাঁপানি বাড়ে, সেগুলো থেকে বিরত থাকুন।যেমন, ধূমপান ত্যাগ করেন, পশমি কাপড় পড়বেন না, ধুলা-বালি থেকে যথাসম্ভব দূরে থাকুন। \৩/ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন। আপনার জন্য শুভকামনা।