মিথ্যা কথা বলা মুনাফিকের নিদর্শন।মিথ্যা কথা সরাসরি বা ম্যাসেজ , ফেসবুক কিংবা যেকোনো যোগাযোগ মাধ্যমেই হোক মিথ্যা বলা যাবে না।মিথ্যা বলার দ্বারা অনেক বড় গুনাহ হবে হোক সেটা হাসি - তামাশা করে বা বিপদে পড়ে।কোন অবস্থাতেই মিথ্যা বলা যাবে না কেননা এটা কবিরা গুনাহ। যে মিথ্যা কথা বলে সে নিশ্চিত যে আল্লাহর মুমিন বান্দা নয় তার নামটা মুনাফিকের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়।তাই আল্লাহ তায়ালা আমাদেরকে মিথ্যা বলা থেকে দূরে থাকার তৌফিক দান করুন।