162 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 2
মেসেজ কিংবা ফেসবুকে লেখার মাধ্যমে একজন অন্যজন কে মিথ্যা লিখলে সেটাতে কি গুনাহ হবে কিনা, সঠিক উওর চাই। না জেনে উওর দিবেন না।

1 উত্তর

+2 টি ভোট
করেছেন Level 7
 
সর্বোত্তম উত্তর
মিথ্যা কথা বলা মুনাফিকের নিদর্শন।মিথ্যা কথা সরাসরি বা ম্যাসেজ , ফেসবুক কিংবা যেকোনো যোগাযোগ মাধ্যমেই হোক মিথ্যা বলা যাবে না।মিথ্যা বলার দ্বারা অনেক বড় গুনাহ হবে হোক সেটা হাসি - তামাশা করে বা বিপদে পড়ে।কোন অবস্থাতেই মিথ্যা বলা যাবে না কেননা এটা কবিরা গুনাহ। যে মিথ্যা কথা বলে সে নিশ্চিত যে আল্লাহর মুমিন বান্দা নয় তার নামটা মুনাফিকের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়।তাই আল্লাহ তায়ালা আমাদেরকে মিথ্যা বলা থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...