In case এবং If দুটোই Conjuntion।In case Phrase Word হিসেবে ব্যবহৃত হয় হলে বা যদি অর্থে , কিন্তু If ব্যবহৃত হয় যদি বা কিনা অর্থে। In case conjunction টি মূলত পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।অন্যদিকে ভবিষ্যৎ সম্ভাবনা বা অনুমান করতে If ব্যবহৃত হয় ।উদাহারনস্বরূপ - I'll write down the grammertical point in case I forget . I'll open the umbrella if it rains .